ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কেবিনেট কমিটি (সিসিএস) বাংলাদেশের সঙ্গে সম্পাদিত স্থল সীমান্ত চুক্তি অনুমোদন করেছে। এবারে পার্লামেন্টের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে অনুমোদনের জন্য তা পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। শীর্ষস্থানীয় একটি দৈনিকে শনিবার এ খবর প্রাকশিত হয়।
টাইমস অব ইন্ডিয়া অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানায়, ‘ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুমোদনে সংবিধান সংশোধনের বিষয় বৃহস্পতিবার অনুমোদন করেছে নিরাপত্তা বিষয়ক কোবিনেট কমিটি।’ এই চুক্তি অনুমোদনের জন্য লোকসভার বর্ষাকালীন অধিবেশনে উত্থাপন করা হবে মর্মে নয়াদিল্লীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাসসকে জানানোর কয়েকদিন পর শনিবার এই প্রতিবেদন প্রকাশিত হলো। খবর বাসসর।
গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় ড. মনমোহন সিং ও শেখ হাসিনার মধ্যে স্থলসীমা চুক্তি (এলবিএ) স্বাক্ষরিত হয়। এর আগে ১৯৭৪ সালে দুর্গম অঞ্চলের ভূমি ও ছিটমহল বিনিময়ের লক্ষ্যে দু’দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
কিন্তু এই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া লোকসভার অনুমোদনের অপেক্ষায় ছিল ।
টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির এ আধুনিক সংস্করণ অনুমোদনের জন্য সংবিধানের ধারা ৩৬৮-এর সংশোধন প্রয়োজন।
তিস্তা পানি চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় প্রতিবেশী দু’টি দেশের জন্য এলবিএ’র কৌশলগত গুরুত্ব রয়েছে।
ভারতের আইনমন্ত্রী সালমান খুরশিদ গত মে মাসে বলেছেন, তিস্তা ও স্থলসীমা চুক্তি নয়াদিল্লীর শীর্ষ অগ্রাধিকার তালিকায় রয়েছে।