বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও নিয়েলসন বাংলাদেশ যৌথভাবে হোটেল সোনারগাঁওয়ের বলরুমে গতকাল শনিবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১১’-এর আয়োজন করে। এই জাঁকজমকপূর্ণ সন্ধ্যায় বাংলাদেশের বেশকিছু ব্র্যান্ডকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। নিয়েলসন বাংলাদেশ লিমিটেড একটি বিশদ গবেষণা ও জরিপের মাধ্যমে বিজয়ী ব্র্যান্ডগুলোকে নির্বাচন করে। এই জরিপটি ভোক্তার অন্তর্দৃষ্টি, ব্র্যান্ডের সাফল্যগাথা ও বাজারে এর অবস্থানের ওপর ভিত্তি করে ২০১২ সালের মে মাসে পরিচালিত হয়।
গতকাল জাঁকজমকপূর্ণ সান্ধ্যকালীন এই আয়োজনে ইনসিড সিঙ্গাপুরের প্রফেসর অমিতাভ চট্টোপাধ্যায় তার সামপ্রতিক বই ‘দ্য নিউ এমার্জিং মার্কেট মাল্টিন্যাশনালস : ফোর স্ট্র্যাটেজিস ফর ডিজরাপ্টিং মার্কেটস অ্যান্ড বিল্ডিং ব্র্যান্ডস’-এর উদ্বোধন করেন। একই সঙ্গে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম তাদের নতুন ওয়েবসাইট www.marketinghubbd.com এর উদ্বোধন করেন। এই ওয়েবসাইটটি বিভিন্ন ব্যবসায় চর্চাকারী ও ছাত্রছাত্রীদের জন্য আর্কাইভ হিসেবে কাজ করবে। এখানে সকল প্রকার টিভিসি, প্রিন্ট অ্যাড, করপোরেট নিউজ ও আর্টিকেলগুলো সংরক্ষণ করা হবে। এরপর বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উপদেষ্টা নাজিয়া আন্দালিব প্রিমা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা ও ইতিহাস তুলে ধরেন।