সেরা ব্র্যান্ড প্যারাসুট দেশীয় আরএফএল: বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১১

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও নিয়েলসেন বাংলাদেশের উদ্যোগে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১১-এর সেরা ব্র্যান্ডের মর্যাদা পেয়েছে প্যারাসুট এবং সেরা দেশী ব্র্যান্ড নির্বাচিত হয়েছে আরএফএল।

নিয়েলসেন বাংলাদেশ লিমিটেডের গবেষণা ও জরিপের মাধ্যমে ব্র্যান্ডগুলো নির্বাচন করা হয়েছে। জরিপ পরিচালনার ক্ষেত্রে ভোক্তার অন্তর্দৃষ্টি, ব্র্যান্ডের সাফল্যগাথা ও বাজারে এর অবস্থান বিবেচনা করা হয়।

এবারই প্রথম সেরা ১০ স্থানীয় ব্র্যান্ডকে পুরস্কৃত করা হয়। তবে বরাবরের মতো সামগ্রিকভাবে সেরা ১০ ব্র্যান্ডসহ মোট ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। এ বছর সামগ্রিকভাবে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে ম্যারিকো বাংলাদেশের প্যারাসুট নারিকেল তেল। প্রসঙ্গত. গত তিন বছর টানা সেরা ব্র্যান্ড ছিল নকিয়া। চলতি বছর নকিয়ার অবস্থান দ্বিতীয়।

সানসিল্ক এ বছর তৃতীয় স্থানে ওঠে এসেছে। চতুর্থ অবস্থানে এসেছে গ্রামীণফোন। সেভেন আপ, লাক্স ও ফেয়ার অ্যান্ড লাভলী যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অবস্থানে এসেছে। অষ্টম অবস্থানে রয়েছে ক্লোজ-আপ টুথপেস্ট এবং নবম অবস্থানে রয়েছে যৌথভাবে রুপচাঁদা সয়াবিন ও আরএফএল প্লাস্টিক। দশম অবস্থানে রয়েছে সনি।

সেরা দশ দেশী ব্র্যান্ডের পুরস্কার জিতেছে আরএফএল। দ্বিতীয় অবস্থানে এসেছে ফ্রুটিকা জুস। তৃতীয় অবস্থানে আছে সিটি গ্রুপের তীর আটা ময়দা সুজি। প্রাণ জুস, ওয়ালটন ও মাম পানি যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে এসেছে। ম্যাঙ্গোলি জুস, সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ম্যাগি নুডলস যথাক্রমে সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে রয়েছে।