নীলফামারীর সৈয়দপুরে গড়ে উঠেছে এস গোল্ডেন কুক অয়ার ইন্ডাস্ট্রিজ। ২০০৯ সাল থেকে এ প্রতিষ্ঠানটি তৈরি করছে আন্তর্জাতিকমানের প্রেসার কুকারসহ বিভিন্ন পণ্য। বর্তমানে দেশের চাহিদা মিটিয়েও প্রতিষ্ঠানটির পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত মোতালেব হোসেন বলেন, ‘একসময় বাইরে থেকে এক্সপার্ট এসে এখানে কাজ করত। এখন আমরা নিজেরাই করছি, যা বেতন পাই, তা দিয়ে আমাদের সংসার ভালই চলে। বর্তমানে এখানে তৈরি হচ্ছে প্রেসার কুকার, ননস্টিক ও উন্নতমানের হাঁড়ি-পাতিল।’ এস গোল্ডেন কুক অয়ার ইন্ডাস্ট্রিজের পরিচালক রাজু পোদ্দার বলেন, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মাঝেও এখানকার পণ্য ভারত, ভুটান ও মিয়ানমারে রফতানি হচ্ছে। তিনি জানান, গ্যাস না থাকলেও বিদ্যুত নির্ভরশীল এই প্রতিষ্ঠানে এলাকার কমপক্ষে ৪শ’ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। শুধু প্রেসার কুকার ইন্ডস্ট্রিজ নয়, সরকারী সহযোগিতাসহ সব ধরনের সুযোগ-সুবিধা পেলে আরও নতুন নতুন কলকারখানা স্থাপনে এখানকার উদ্যোক্তাদের আগ্রহ রয়েছে। জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ, গ্যাস সংযোগ ও ব্যাংক ঋণের সহযোগিতা পেলে কৃষিনির্ভর নীলফামারীতে গড়ে উঠবে নতুন নতুন শিল্প-প্রতিষ্ঠান।