বাংলাদেশের অর্থনীতি বিষয়ে গবেষণা ও চিন্তামূলক মৌলিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মুশাররফ হোসেনকে বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০১১ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দেশের স্বনামধন্য পাঁচজন অর্থনীতিবিদের সমন্বয়ে গঠিত কমিটি এই পুরস্কার প্রদানের জন্য প্রফেসর ড. মুশাররফ হোসেনকে মনোনীত করেছে।
আগামী ১৮ জুলাই বুধবার রূপসী বাংলা হোটেল এর উইন্টার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে প্রফেসর ড. মুশররফ হোসেনকে এই সম্মাননা প্রদান করা হবে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত । সম্মাননা হিসেবে একটি স্বর্ণপদক, নগদ দুই লাখ টাকা এবং একটি বাংলাদেশ ব্যাংকের ক্রেস্ট প্রদান করা হবে।
প্রফেসর ড. মুশররফ হোসেন দেশীয়, আঞ্চলিক ও বৈষ্ণিক অঙ্গনে উন্নয়ন অর্থনীতির তাত্ত্বিক গবেষণা ও প্রায়োগিক চর্চায় সুদীর্ঘ ছয় দশক অবদান রেখে আসছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব আর্টস ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতির উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
প্রফেসর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৫১-৫২ সালে প্রভাষক এবং ১৯৭৪-৯১ সাল পর্যন্ত অধ্যাপক হিসেবে দায়িZ¡ পালন করেন। ছাড়াও তিনি বিভিন্ন বৈদেশিক সাহায্যকারী সংস্থায় গবেষণামূলক কাজে যুক্ত ছিলেন।
বর্তমানে তিনি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের ক্ষুধা ও দারিদ্র দূরীকরণ, সহায়তার শর্ত সহজীকরণ, রপ্তানির কাঠামোগত পরিবর্তন, রেমিট্যান্সের আন্তঃপ্রবাহ বৃদ্ধি এবং তার প্রভাব, বিশ্বায়নের প্রভাব, বাংলার অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস প্রভৃতি নিয়ে কাজ করছেন।
উল্লেখ্য, ইতোপূর্বে ২০০০ সালে অধ্যাপক রেহমান সোবহান এবং ২০০৯ সালে অধ্যাপক ড. নূরুল ইসলামকে বাংলাদেশ ব্যাংক পুরস্কার প্রদান করা হয়।