গত অর্থবছর রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৮৪ কোটি ডলার

গত অর্থবছর দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১ হাজার ২৮৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ১২০ কোটি ডলার বেশি। সবচেয়ে বেশি রেমিট্যান্স এনেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। গত জুনে দেশে প্রবাসীরা কম রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
২০১০-১১ অর্থবছরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১ হাজার ১৬৫ কোটি, ২০১১-১২ অর্থবছরে ১ হাজার ২৮৪ কোটি ও জুনে ১০৭ কোটি ডলার। মে মাসে আসে ১১৫ কোটি ডলার।
গত অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ৩৪৯ কোটি, সোনালী ব্যাংকের মাধ্যমে ১২৭ কোটি, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১২৪ কোটি, জনতা ব্যাংকের মাধ্যমে ৯৯ কোটি ও ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৩ কোটি ডলার। ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ৭৭ কোটি ও উত্তরা ব্যাংকের মাধ্যমে ৪৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ বণিক বার্তাকে বলেন, বাংলাদেশ ব্যাংকের
বিভিন্ন উদ্যোগের ফলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। এ ধারা অব্যাহত থাকবে এবং দিনি দিন রেমিট্যান্স প্রবাহ বাড়বে। ব্যাংকগুলোকে উদ্বুদ্ধ করা হচ্ছে রেমিট্যান্স আনার জন্য।