বাংলাদেশের প্রতিযোগিতা এখন চীনের সঙ্গে: গভর্নর

নিউ ইয়র্ক, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াকে পেছনে ফেলে বাংলাদেশ এখন চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শনিবার দুপুরে নিউ ইয়র্কের গুলশান টেরেস মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ এখন লড়ছে চীনের বিরুদ্ধে। ইতোমধ্যে ভারত, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াকে হারাতে সক্ষম হয়েছি। চীন থেকে গত বছর বেশ কয়েকটি শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরিত হয়েছে। চামড়াজাত এসব শিল্প কারখানা বার্ষিক দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে সক্ষম। টেক্সটাইল সেক্টরের কয়েকটি প্রতিষ্ঠানও চীন থেকে বাংলাদেশে আসছে।”
চীনের চেয়ে বাংলাদেশে উৎপাদন খরচ ৩৩ শতাংশ কম উল্লেখ করে গভর্নর বলেন, “ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আঞ্চলিক পর্যায়েও বাংলাদেশ বিশেষ একটি পর্যায়ে উপনীত হয়েছে। ইতোমধ্যে উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশি ব্যবসায়ীরা একটি কারখানা স্থাপনে সক্ষম হয়েছেন।”
জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে আতিউর রহমান বলেন, “গত দেড় থেকে দুই দশকের মধ্যে যে সব দেশ উন্নতি করেছে, তাতে সেসব দেশের প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়। ভারতে এনআরআই (নন রেসিডেন্ট ইন্ডিয়ান) দিবস পালন করা হয়। প্রবাসী উদ্যোক্তাদের সাথে প্রায়ই ভারতের রাষ্ট্রপতি নৈশভোজে মিলিত হন।’
“এর ফলে ভারতের বর্তমান রিজার্ভ ৩০০ বিলিয়ন ডলার,’’ যোগ করেন গভর্নর।
উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে আতিউর বলেন, “৬ দশমিক ৫ শতাংশ হার সুদে বন্ড ছাড়া হয়েছে এবং এটি পরিশোধ করা হচ্ছে ডলারে। তাই বিনিয়োগ করার ক্ষেত্রে কারো দুশ্চিন্তার কারণ নেই।”
বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’র সহায়তায় এনআরবি (নন রেসিডেন্ট বাংলাদেশি) বিজনেস নেটওয়ার্ক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনআরবি বিজনেস নেটওয়ার্কের পরিচালক হাসানুজ্জামান হাসান। অন্যদের মধ্যে রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ আল কবীর, সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মো. আতাউর রহমান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট মোহাম্মদ মালেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।