ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চিতলমারী এডিপির আওতাধীন বিভিন্ন সিবিওর শিশু ফোরামের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে উপজেলায় যথেষ্ট সুনাম অর্জন করে চলেছে। আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যেমন—নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধে এ ফোরাম এলাকায় গণসচেতনতামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখছে। সমাজের ঝরে পড়া পথশিশুদের থেকে শুরু করে বিত্তহীন ও মধ্যবিত্ত শ্রেণীর শিশুদের শিক্ষাক্ষেত্রে কর্তৃপক্ষের দিকনির্দেশনামূলক সব ধরনের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিবিওর শিশু ফোরামের প্রতিটি সদস্যকে মেধাভিত্তিক শিক্ষার মানোন্নয়নে এডিপির সংশ্লিষ্ট প্রোগ্রাম থেকে শিক্ষা উপকরণ, আর্থিক অনুদান, শিক্ষা সফর ও বাত্সারিক ম্যাগাজিন প্রকাশের ব্যবস্থা রয়েছে।