অর্থবছরের আট দিন বাকি থাকতেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সাড়ে ১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা গত অর্থবছরের মোট রেমিটেন্সের চেয়ে প্রায় এক বিলিয়ন ডলার বেশি।
সোমবার বাংলাদেশ ব্যাংক রেমিটেন্সের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি জুন মাসের ২২ তারিখ পর্যন্ত ৭৭ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এর আগে অর্থবছরের জুলাই-মে সময়ে এসেছে ১১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
সবমিলিয়ে বিদায়ী অর্থবছরের ১১ মাস ২২ দিনে (গত বছরের পহেলা জুলাই থেকে চলতি বছরের ২২ জুন পর্যন্ত) ১২ দশমিক ৫৫ ডলার রেমিটেন্স এসেছে।
গত অর্থবছরে ১১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, অর্থবছরের শেষ আট দিনের রেমিটেন্স যোগ হলে এবার রেমিটেন্সের পরিমাণ প্রায় ১৩ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে।
বিদায়ী অর্থবছরের জানুয়ারি মাসে রেকর্ড ১২২ কোটি ১৪ লাখ ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা। মে মাসে আসে ১১৫ কোটি ৬৮ লাখ ডলার।
রেমিটেন্স বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও কিছুটা বেড়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৭০ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৯ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। সোমবার রিজার্ভের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলারের বেশি।
তথ্য অনুযায়ী, অর্থবছরের জুলাই-মে সময়ে রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৫১ শতাংশ। গত অর্থবছরের এ সময়ে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৫৮ শতাংশ।