ভোমরা স্থলবন্দরে ১০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২০১১-১২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়েও ১০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত লক্ষ্যমাত্রা ১৬৬ কোটি টাকা ছাপিয়ে ১৭৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে এ স্থলবন্দর থেকে।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আল আমিন রোববার বিকেল সাড়ে ৩টায় বাংলানিউজকে জানান, ২০১১-১২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোমরা রাজস্ব বোর্ড থেকে ভোমরা স্থলবন্দরকে ১৬৬ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। অর্থবছর শেষে বন্দরের শুল্ক বিভাগ ১৭৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

তিনি আরও জানান, ভোমরায় যথাযথ অবকাঠামোগত উন্নয়ন হলে এ বন্দর থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতো।

এখানে দীর্ঘদিনেও কাস্টমস অফিসের ভবন নির্মিত হয়নি। জরাজীর্ণ ভবনে দাপ্তরিক কাজ করতে কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় অর্ধনিমগ্ন থাকে কাস্টমস অফিস। বন্দরের ওয়্যার হাউজ নির্মাণ কাজও শেষ হয়নি। ভোমরা হতে আলীপুর চেকপোস্ট পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী। এসব সমস্যার সমাধান হলে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরার রাজস্ব আদায় রেকর্ড গড়বে বলেও মন্তব্য করেন আল আমিন।