মিস ওয়ার্ল্ড কানাডার ফটোজেনিকে নির্ঝুম

কানাডা থেকে: কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড কানাডা ডেলিগেট ২০১২-তে বাঙালি মেয়ে নিশীথ প্রশান্তি নির্ঝুম ফটোজেনিক এবং সেরা নৃত্য টপটেন তালিকায় স্থান পেয়েছেন।
অনলাইন ভোটের মূল প্রতিযোগিতাতেও অংশ নিয়ে নির্ঝুম চূড়ান্ত পর্বে ড্যান্স পারফর্ম করেন।
এর আসে মিস ফোবানা ২০০৫ এবং ফটোজেনিকে রানার আপ হয়েছিলেন নিশীথ প্রশান্তি নির্ঝুম।
টরন্টোতে বাঙালি কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ তিনি।