নিজস্ব প্রতিবেদক : অনলাইনে ট্রেনের টিকেট কাটার ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এ ব্যবস্থায় মোট টিকেটের ১০ শতাংশ ইন্টারনেটে সংগ্রহ করা যাবে। গতকাল মঙ্গলবার রেল ভবনে ‘ই-টিকেটিং’ সেবার উদ্বোধন করে রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মঙ্গলবার থেকেই ইন্টারনেটে টিকেট কেনা যাবে। এ ব্যবস্থা সফল হলে পর্যায়ক্রমে পুরো টিকেট ব্যবস্থা ই-টিকেটিংয়ে রূপান্তরিত করা হবে।
মোট টিকেটের ২৫ শতাংশ আগে মোবাইল টিকেটিংয়ের মাধ্যমে দেওয়া হতÑ উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন থেকে ১৫ শতাংশ মোবাইল টিকেটিংয়ের মাধ্যমে বিক্রি করা হবে। বাকি ১০ শতাংশ টিকেট ই-টিকেটিং ব্যবস্থায় যেকোনো ভিসা বা মাস্টার কার্ডের (ডেবিট অথবা ক্রেডিট) মাধ্যমে ইন্টারনেটে কাটা যাবে। রেলের মহাপরিচালক আবু তাহের জানান, মঙ্গলবার থেকে বিভিন্ন গন্তব্যর প্রায় ২ হাজার টিকেট ই-টিকেটিংয়ের মাধ্যমে বিক্রি করা হবে। নিয়ম অনুযায়ী ৩ দিন আগে ই-টিকেটিংয়ের মাধ্যমে টিকেট কিনতে হবে। একটি কার্ডের বিপরীতে সর্বোচ্চ ৪টি টিকেট কেনা যাবে। তিনি জানান, রেল বিভাগের ওয়েব পেইজে (www.railway.gov.bd) ‘পারচেজ ই-টিকেট’ অংশে গিয়ে টিকেট কেনা যাবে। এ জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করার পর স্বয়ংক্রিয়ভাবে টিকেটের দাম কেটে রাখা হবে। অনলাইনে ই-টিকেট কেনার পর ফরমের অংশ প্রিন্ট করে স্টেশনে নির্ধারিত ই-টিকেট বুথে দিলেই টিকেট হাতে দেওয়া হবে। কালোবাজারি রোধে ই-টিকেটিং ব্যবস্থাতেও নজরদারি করা হবে।