‘কৈলাসটিলায় তেল উত্তোলন এক বছরের মধ্যেই’

Fri, Jun 1st, 2012 10:50 pm BdST সিলেট, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-

সিলেটের কৈলাসটিলায় পাওয়া দেশের প্রথম তেলকূপ থেকে এক বছরের মধ্যে উত্তোলন শুরু হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর। 
শুক্রবার আরো চারটি নতুন কূপের স্থান নির্ধারণ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। 
রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স এ তেল উত্তোলন করবে। প্রাথমিকভাবে প্রতিদিন পাঁচশ’ ব্যারেল তেল উত্তোলন করা হবে বলে তিনি জানান। 
বাপেক্স পরিচালিত ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের ফলাফলের আলোকে কৈলাসটিলায় চারটি নতুন কূপ খননের স্থান নির্ধারণ করতে শুক্রবার হোসেন মনসুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট আসেন। 
হোসেন মনসুর সাংবাদিকদের বলেন, “দেশে প্রথম পাওয়া তেল খনি থেকে খুব দ্রুত তেল উত্তোলন করতে চায় সরকার, এবং তা এক বছরের মধ্যেই।” 
উত্তোলনে সহায়তার জন্য অভিজ্ঞ কোনো বিদেশি কোম্পানিকে বাপেক্সের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান। 
প্রাথমিকভাবে একটি কূপ খনন করে সেখান থেকে দিনে ৫০০ ব্যারেল তেল তুলতে সক্ষম হবে বলে জানান হোসেন মনসুর। 
হোসেন মনসুর বলেন, “বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপে কৈলাসটিলায় ভূপৃষ্ঠের তিন হাজার ২০০ মিটার থেকে চার হাজার মিটার গভীরতার মধ্যে পাঁচটি স্তরে মোট ১০ কোটি ৯০ লাখ ব্যারেল তেলের মজুদ সম্পর্কে ধারণা পাওয়া গেছে। 
“এরমধ্যে চার কোটি ৪৪ লাখ ব্যারেল উত্তোলনযোগ্য।” 
তবে এখানে তেল পরিশোধনের যন্ত্রপাতি বসানো হবে না। উত্তোলিত তেল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হবে বলে জানান হোসেন মনসুর। 
তিনি আরো জানান, সুনামগঞ্জের সুনেত্রা এবং কুমিল্লার শ্রীগাইল এলাকায় আরো নতুন দুটি গ্যাস ক্ষেত্র আবি®কৃত হয়েছে। 
ইতোমধ্যে শ্রীগাইলে খনন কাজ শুরু হয়েছে। জুলাইয়ে সুনেত্রায় খনন কাজ শুরু হবে। 
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৮ ঘ.