Thu, May 31st, 2012 8:56 pm BdST ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
বৃহস্পতিবার প্রকাশিত এসঅ্যান্ডপি’র এই রেটিংয়ে বাংলাদেশ গতবারের মতোই ‘বিবি-’ রেটিং পেয়েছে।
রেটিং অনুযায়ী ভারত (বিবিবি-) প্রথম স্থানে থাকলেও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের এর পরেই। সে হিসেবে শ্রীলংকা (বি+) ও পাকিস্তানের (বি-) চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সমপর্যায়ের দেশগুলো হচ্ছে তুরস্ক, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশকে একটি স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে রেটিং দিয়েছে এসঅ্যান্ডপি। রেটিং সংস্থাটির একটি বিশ্লেষক দলের সাম্প্রতিক বাংলাদেশ সফরের ওপর ভিত্তি করে একটি স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের রেটিং ‘বিবি-’পুনর্নিশ্চিত করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর’স এর একটি প্রতিনিধি দল গত ৩০ এপ্রিল থেকে ৩ মে বাংলাদেশ সফর করেন।
ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিন ঘণ্টার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গভর্নরের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা হাসান জামান দেশের অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরেন।
এসএন্ডপি প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অর্থ সচিব মোহাম্মদ তারেক, ইআরডি’র অতিরিক্ত সচিব আরস্তু খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেও তারা বৈঠক করেন।
এ ছাড়া বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, পিআরআই, ব্র্যাক এবং ব্যাংকিং খাতের প্রতিনিধিদের সাথেও সফরকালে বসেছিলেন প্রতিনিধি দলের সদস্যরা।