দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট চূড়ায় উঠেছেন ওয়াসফিয়া নাজরীন। শনিবার সকাল পৌনে ৭টায় তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন বলে তার এক সহযোগী প্রতিষ্ঠান জানিয়েছে। ঠিক এক সপ্তাহ আগেই শনিবার বাংলাদেশি প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। এরপরই চতুর্থ বাংলাদেশি হিসেবে এই গৌরবের অংশীদার হলেন ২৯ বছর বয়সি ওয়াসফিয়া। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তার পথ ধরে এই গৌরবের ভাগিদার হন এমএ মুহিত ও নিশাত। ৭ মহাদেশের সর্বোচ্চ ৭ শৃঙ্গ জয়ে ওয়াসফিয়ার প্রচারসঙ্গী ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ তাদের ফেইসবুক পাতায় দ্বিতীয় বাংলাদেশি নারীর এভারেস্ট চূড়ায় আরোহণের ৩ ঘোষণা দেয়। তারা বলেছে, কোনো সঙ্গী না নিয়ে একাই এভারেস্ট চূড়ায় ওঠেন ওয়াসফিয়া। তার সঙ্গে ছিলেন আমেরিকার গাইড ক্রিস ক্লিঙ্কে এবং দুইজন শেরপা নিমা গুরমে দর্জি ও কুসাং শেরপা। গত ১৯ মে নিশাতের এভারেস্ট জয়ে সঙ্গী ছিলেন এর আগে এভারেস্ট চূড়ায় ওঠা মুহিত। মুহিত ২০১১ সালের ২১ মে প্রথম এভারেস্ট জয় করেন। ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ জানিয়েছে, ওয়াসফিয়া এখন নিচে নামতে শুরু করেছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে এক বা দুইদিনের মধ্যেই তিনি নেমে আসবেন। অন্যদিকে এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশি নারী নিশাত পর্বত থেকে নেমে এখন কাঠমান্ডুর পথে রয়েছেন। সবচেয়ে কম বয়সী বাংলাদেশি হিসেবে বিশ্বের ‘সর্বোচ্চ শৃঙ্গে ওঠা ওয়াসফিয়া স্যাটেলাইন ফোনের মাধ্যমে ‘বাংলাদেশ অন সেভেন সামিটস দল’কে বলেছেন, আমাদের দেশ স্বাধীন হলেও আমরা নারীরা এখনো স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। এই জয় বাংলাদেশের নারীদের জন্য যারা স্বাধীনতা, শান্তি ও সমতার জন্য প্রতিনিয়ত লড়াই করছে।’ ওয়াসফিয়া ৭ মহাদেশের ৭টি চূড়া জয়ের লক্ষ্য নিয়ে নেমেছেন। হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার আগে গত বছর তিনি আফ্রিকার মাউন্ট কিলিমানজারো এবং দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়ায় আরোহণ করেন। প্রধানমন্ত্রীর অভিনন্দন এদিকে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ে ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভারেস্ট জয়ের খবর শুনে গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনলাইনে কর পরিশোধ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলছে। প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় বলেন, ওয়াসফিয়ার সাহসিকতায় দেশবাসী গর্বিত। বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ওয়াসফিয়া বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করায় সমগ্র দেশবাসীর সঙ্গে তিনিও গর্বিত। তার এই সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। এছাড়া এভারেস্টজয়ী ওয়াসফিয়াকে অভিনন্দন জানিয়েছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, ‘বাংলাদেশের নারীরা যে এগিয়ে চলেছে, ওয়াসফিয়ার কৃতিত্ব তারই স্বাক্ষর। তার এভারেস্ট জয়ের আনন্দে সবার মতো আমিও শামিল। অন্যদিকে এভারেস্টজয়ী বাংলাদেশি দ্বিতীয় নারী ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন জানিয়েছেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম।