সমকাল প্রতিবেদক
১০ টাকায় হিসাব খুলেছেন প্রায় ৯৬ লাখ কৃষক। সামাজিক নিরাপত্তা, মুক্তিযোদ্ধা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাতা প্রাপ্তরাসহ স্বল্প টাকায় হিসাব খুলেছেন আরও ৩২ লাখ ব্যক্তি। সবমিলিয়ে বর্তমানে এ ধরনের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লাখ। রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোতে সেসব হিসাব খোলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল পর্যন্ত ১০ টাকায় ৯৫ লাখ ৭১ হাজার ৯৩৫ কৃষক ব্যাংক হিসাব খুলেছেন। এর মধ্যে সোনালী ব্যাংকে খোলা হয়েছে ২২ লাখ ৪৮ হাজার ৫৯১টি, জনতা ব্যাংকে ১৪ লাখ ৯২ হাজার ১৪০টি, অগ্রণী ব্যাংকে ১৪ লাখ ৩২ হাজার ৮৮১টি, রূপালী ব্যাংকে ৪ লাখ ৮৬ হাজার ৭৯১টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৫ লাখ ৪ হাজার ৯৫টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১৪ লাখ ৭ হাজার ২৫৮টি এবং বেসিক ব্যাংকে ১৭৯টি হিসাব খোলা হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের নামে এ পর্যন্ত ৯৮ হাজার ৯৭৭টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাপ্রাপ্তদের নামে ২৬ লাখ ৪০ হাজার ৭৩৭টি, হিন্দু কল্যাণ ট্রাস্টের আওতায় ভাতাপ্রাপ্ত, বেকার যুবকসহ অন্যদের জন্য ৪ লাখ ৬৭ হাজার ১৫৬টি এবং ১০০ টাকায় ক্ষুদ্র জীবন বীমা গ্রহীতাদের জন্য ৫ হাজার ৮১০টি ব্যাংক হিসাব খোলা হয়েছে। অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও সমাজের সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে বিভিন্ন সময় সার্কুলার জারি করে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার নির্দেশ দেওয়া হয়। ২০১০ সালের ১৭ জানুয়ারি সর্বপ্রথম কৃষকদের জন্য ১০ টাকায় হিসাব খোলার নির্দেশ আসে। একই বছরের ৮ সেপ্টেম্বর অতিদরিদ্র, ২০১১ সালের ১১ এপ্রিল মুক্তিযোদ্ধা, একই বছরের ১৯ জুন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাপ্রাপ্ত ব্যক্তি এবং ১৮ সেপ্টেম্বর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে অনুদানপ্রাপ্ত দুস্থদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ২০১০ সালের ২ মে বেকারদের জন্য ৫০ টাকায় এবং গত বছরের ১ নভেম্বর ক্ষুদ্র জীবন বীমা গ্রহীতাদের ১০০ টাকায় ব্যাংক হিসাব খোলার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
সে নির্দেশ অনুসারে এসব হিসাব খোলা হয়েছে। এ ধরনের ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সার্টিফিকেট বা কৃষি উপকরণ সহায়তার কার্ড দিয়েই হিসাব খুলতে পারেন। কোনো ব্যাংক এসব হিসাবে টাকা জমা রাখার বাধ্যবাধকতা আরোপ অথবা চার্জ বা ফি আদায় করতে পারে না।
সে নির্দেশ অনুসারে এসব হিসাব খোলা হয়েছে। এ ধরনের ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সার্টিফিকেট বা কৃষি উপকরণ সহায়তার কার্ড দিয়েই হিসাব খুলতে পারেন। কোনো ব্যাংক এসব হিসাবে টাকা জমা রাখার বাধ্যবাধকতা আরোপ অথবা চার্জ বা ফি আদায় করতে পারে না।