ইন্দিরা গান্ধী গোল্ড প্ল্যাক পুরস্কারের জন্য মনোনীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ইন্দিরা গান্ধী গোল্ড প্ল্যাক’ পুরস্কারের জন্য মনোনীত করেছে কলকাতার এশিয়াটিক সোসাইটি। ঢাকায় ভারতের বিদায়ী হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করে এ কথা জানান। খবর বাসসের।

এই অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। সাক্ষাত্কালে শেখ হাসিনা ও পিনাক রঞ্জন চক্রবর্তী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। পিনাক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সোসাইটি এ পুরস্কার প্রবর্তন করে ১৯৮৪ সালের ১৭ নভেম্বর। এর আগে মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু, ইয়াসির আরাফাতের মতো ব্যক্তিত্বরা এ পুরস্কার লাভ করেন।