বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসাবে নির্বাচিত হয়েছেন৷ বিজনেজ ম্যাগাজিন ফোর্বস কর্তৃক নির্বাচিত ২০০৯ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকায় সবার শীর্ষে আছেন তিনি৷

১০০ জনের এই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৭৮তম৷

ব্যক্তিগত ক্যারিয়ার, অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা এবং গণমাধ্যমে পারফরমেন্স বিবেচনায় এ তালিকা প্রণয়ন করেছে ফোর্বস ম্যাগাজিন৷ সবকিছু বিবেচনা করে টানা চার বারের মতো বিশ্বের ক্ষমতাবান নারীদের তালিকায় জায়গা করে নিলেন আঙ্গেলা ম্যার্কেল৷ আর তার পরই টানা দ্বিতীয়বারের মতো নিজের স্থান অক্ষুন্ন রেখেছেন, শেইলা বেইর৷ তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনসিউরেন্স করপোরেশনের সভাপতি৷

তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্ররই আর একজন ব্যবসায়ী ইন্দ্রা নুইয়ি৷ তিনি বিশ্বখ্যাত পেপসিকো কোম্পানির প্রধান নির্বাহী৷ এরপর আছেন যুক্তরাষ্ট্রের সিনথিয়া ক্যারল৷

আর যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস গতবারের সপ্তম স্থান থেকে ছুটে গেছেন বহু দূরে৷ যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তালিকায় গতবছর ২৮ নম্বরে থাকলেও এবার তার অবস্থান ৩৬তম৷ ফোবর্স ম্যাগাজিনের ভাষ্য মতে , গেলবছর নির্বাচনী প্রচারণার সময় হিলারির অবস্থান ছিল অনেক শক্ত৷ বর্তমান অ্যামেরিকার ফাস্ট লডি মিশেল ওবামা নতুন করে যুক্ত হয়েছেন ক্ষমতাবান নারীদের তালিকায়৷ তার অবস্থান ৪০তম৷ তিনি বর্তমানে নারী উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রের বিদেশ অবস্থানরত সেনাসদস্যদের পরিবার নিয়ে কাজ করছেন৷

ফোবর্স ম্যাগাজিন বলছে, মহিলারা যতো বেশি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসছে তারা ততোই ব্যবসায় তাদের নেতৃত্বকে শক্ত করতে পারছেন৷

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোটোমায়োর এবার হঠাৎ করেই ক্ষমতাবানদের তালিকায় উঠে এসেছেন৷ তার অবস্থান ৫৪৷

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তিত নিয়ে কাজ করে এমন মহিলাদের মধ্যে প্রথম দিকে এগিয়ে এসেছেন কালর্লো বাটর্জ৷ তার অবস্থান ১২তম৷ তিনি গেল জানুয়ারিতে সার্চ ইঞ্জিন ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দেন৷ তিনি এর আগে অটো ডেক্সের প্রধান ছিলেন৷

বিশ্বের ক্ষমতাবান নারীদের প্রথম দশজনের মধ্যে সাতজনই যুক্তরাষ্ট্রের অধিবাসী৷ শীর্ষ দশের তালিকায় আর যাদের নাম আছে তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সিনথিয়া ক্যারল (৪), সিঙ্গাপুরের হো চিং(৫), যুক্তরাষ্ট্রের আইরিন রোজেনফেল্ড(৬),এলেন কুলিম্যান(৭), এ্যাঙ্গেলা ব্রেলি(৮), লিন এ্যালসেনহ্যান্স(১০) এবং ফ্রান্সের এ্যান লোভারগেয়ো(৯).